এই ক্যাপিটালিস্ট নিও লিবারেল জমানায়,একটা চুইংগাম ও ফ্রি তে পাওয়া যায় না।সেই জায়গায় ১৭০ পাতার একটি ম্যাগাজিন,যা আবার পুরোদস্তুর প্রফেশনাল, কোনো ছ্যাবলামো অতিকথন লবি বাজি, কালোয়াতী ছবিকে পাত্তা না দিয়ে , বিচক্ষণতার সাথে আলোচনা এবং বিশ্লেষণ চালানো, সেটাও আবার বাংলা ভাষায়- এ কেবল আমার ফ্যান্টাসি হতে পারে! আমি বিস্মি, যে গুনমানের এই ম্যাগাজিনটি এখনই হয়ে উঠলো, তার মূল কারন আমার কাছে দুটি ;প্রথমত যে সাবলীলতার সাথে ছবির সবচেয়ে প্রাথমিক এবং সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে, তা বহু দেশি-বিদেশি কয়েকশো টাকার ম্যাগাজিনেও খুব একটা বেশি করতে দেখিনি,বা বলা ভালো দেখিইনি। সেই জায়গায় এরম একটা ম্যাগাজিন হাতের কাছে পেয়ে কিছুটি বিশ্বাস, আশা, ভরসা ফিরে পেলাম, মনে হচ্ছে পৃথিবীটা ততটাও কিন্তু খারাপ নয়,কি বলেন? দ্বিতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ কারন আমার বিস্মিত হওয়ার তা হলো – ছবির বা স্টোরি’র সিলেকশন, বিস্মিতই করেছে আমায়, এই ঝাঁ চকচকে ছবির মোহের দুনিয়ায় এই ম্যাগাজিনটি হয়তো আমাদের আরো সমৃদ্ধ করবে এবং আশা করবো আমাদের প্রশ্ন করতে শেখাবে ; কোনটা ভালো কাজ, কেন ভাল কাজ,ভালো কাজ বলতে আমরা কি বুঝি